ঝিনাইদহ সদর

ঝিনাইদহের দৃষ্টিহীন শিশু স্বরল পৃথিবী দেখতে চায়/দরকার সাহায্য

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ শহরের পৌর এলাকার বকুলতলার ছোট্ট শিশু স্বরল বিশ্বাস। মায়ের গর্ভ থেকেই অন্ধ হয়ে জন্ম গ্রহন করেছে। জন্মের পর থেকেই দেখতে পায়নি জন্ম দাতা মা বাবাকে। এখন শুধু অপলক চোখে চেয়ে থাকে সুন্দর এ পৃথিবী দেখার জন্য। দেখে বোঝার উপায় নেই ৬ মাস বয়সী শিশু স্বরল বিশ্বাসের চোখ অন্ধ। চোখের চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা। স্বরলের দৃষ্টি ফিরে পেতে সাহায্যে আবেদন করেছেন পরিবারটি।

শিশু স্বরলের মা তন্দ্রা বিশ্বাস জানান, জন্মের পর থেকেই স্বরলের দু’চোখ অন্ধ। কিন্তু তা বোঝার কোন উপায় ছিলো না। শিশুটির বয়স যখন ৩ মাস কে মা কে বাবা কি পৃথিবী সবই অন্ধকার তার চোখে। তখন থেকেই প্রায় সময় কান্নাকাটি ও অস্থির করতে থাকতো। এক সময় চিকিৎসকের কাছে নিলে জানা যায় স্বরলের দু’চোখই অন্ধ। যে কারনে শিশুটি সব সময় কান্নাকাটি ও অস্থিরতা করে। তখন থেকেই তার চোখের চিকিৎসায় নেওয়া হয় বিভিন্ন চিকিৎসকের কাছে।

এভাবে ঝিনাইদহ, যশোর , খুলনাসহ কয়েক জায়গায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চললেও ফিরে আসেনি শিশুটির দৃষ্টি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ফার্মগেট ইসলামী হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ সাজর্ন ডাঃ জাহাঙ্গীর আলমকে দেখানো হয়। তখন তিনি জানান শিশুটির দু’চোখ অপারেশন করলে ফিরে পাবে দৃষ্টি শক্তি। এতে ব্যয় হবে প্রায় পাচঁ লক্ষ টাকা। কিন্তু অসহায় পরিবারটির পক্ষে আদৌও সম্ভব নয় এতো টাকা যোগাড় করা।

শিশুটির পিতা সাধন কুমার বিশ্বাস একজন ছোট ঔষধ বিক্রেতা। তা দিয়ে কোন রকম চলছিল তার সংসার। কিন্তু তার সন্তান চোখে দেখে না এ খবরে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। তবুও নিজের যা ছিলো তা বিক্রি করে চালিয়েছেন সন্তানের চিকিৎসা। এখন আর অপারেশনের খরচ যোগানোর সাধ্য নেই তার । তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন অসহায় পরিবারটি।

সমাজের অনেক বিত্তবান ব্যক্তি আছেন যাদের সাহায্যে স্বরল ফিরে পাবে চোখের দৃষ্টি দেখতে পাবে সুন্দর এই পৃথিবী।

সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নাম্বার ০১৭৩৯-৩৭২১৪০ অথবা তন্দ্রা বিশ্বাস সঞ্চয় হিসাব নং ২৪০৭৫০১০৩৯৬৮৭ সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button