জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় কোটচাদপুর ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ কোটচাদপুর ব্লাড ব্যাংক-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটটাদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অতিথি বৃন্দের সাথে প্রথমেই কেক কাটা হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী (হিজল) সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্ত দান পৃথিবীর অন্যতম মহান কাজ। নিজের গায়ের রক্ত দিয়ে মানুষের উপকার করার মতো এতবড় মহৎ কাজ সমাজে আর নেই। এমন কাজে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিৎ। পূণ্যের দিক দিয়ে বিবেচনায় শ্রেষ্ঠ উপকারের মধ্যে পড়ে এ কাজ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কোটচাদপুর ব্লাড ব্যাংক এর পরিচালক ও সরকারী কেএমএইচ ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর হুসাইন।
আলোচনা সভা শেষে সকল অতিথিবৃন্দদের সম্মননা স্মরক প্রদান করা হয়।