ঝিনাইদহে উৎসাহ দিতে কলেজে আসা শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা প্রদান
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা কলেজের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে। করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতেই কলেজের ১৩ শিক্ষার্থীকে নগদ টাকা প্রদান করা হয়।
টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আমি আনার।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও কলেজের অধ্যক্ষ আব্উর রাজ্জাক।
একই সময় কলেজে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিরা। তারা কলেজের প্রধান ফটকে দাড়িয়ে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে প্রবেশ করান। তার আগে কলেজের মুল ফটকসহ ক্লাসরুমগুলোও সাজানো হয়েছে বাহারি রঙের ফুল ও বেলুনে।
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার কলেজে আসা শিক্ষার্থীদের আনন্দ দিতেই তাদের হাতে ফুল তুলে দেওয়া হয়। এছাড়া করোনাকালীন সময়ে অনেক শিক্ষার্থীর অভিভাবক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এমন ১৩ শিক্ষার্থীকে আমি ব্যক্তিগতভাবে টাকা প্রদান করি।