ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধে মাসিক সভা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম আহমেদ, পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন,হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আব্দুল রহিম মোল্লা, ভাইস চেয়ারম্যান, শহিদুল ইসলাম (শিলু), মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, কৃষি অফিসার হাফিজ হাসান , উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সমাজসেবা অফিসার শিউলি রানী, জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমীন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান। এছাড়াও ফলসী ইউপি চেয়ারম্যার ফজলুর রহমান,গোলাম মোস্তফা, মঞ্জুর আলম, ছমির উদ্দীন, নাজমূল হুদা পলাশ, মোহাম্মদ আলী, রাকিবুল হাসান রাসেল, শরাফত দৌলা ঝন্টু, প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু প্রমূখ।
সভায় বক্তরা সমাজ থেকে চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহের ন্যায় অপরাধ নির্মূলে সকল শ্রেণীপেশার মানুষের একাত্বতাসহ সহযোগিতা কামনা করেন।