ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাইডাংগা গ্রামের পাকা রাস্তার ব্রীজের উপর হতে বাংলাদেশী ১৪ জন (পুরুষ- ১১ জন, নারী- ০১ জন এবং শিশু- ০২ জন) নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার নতুন শবুরজ গ্রামের মৃত সুশীল বর্মন এর ছেলে পৎকোজ বর্মন (৪০), নড়াইল জেলার লোহাগড়া থানার বাড়ীভাংগা গ্রামের মৃত কাওসার বিশ্বাস এর ছেলে মোঃ নুর ইসলাম (৫২), একই জেলার কালিয়া থানার কালিয়া গ্রামের আজিজুর শরীফ এর ছেলে হাসানুর শরীফ (১৮) এবং মৃত কাছেদ কাজী এর ছেলে মোঃ মামুন কাজী (২৭) ফেনী জেলার সদর থানার কুলাবাড়ীয়া গ্রামের মৃত নেপাল চন্দ্র দাস এর ছেলে লিটন চন্দ্র দাস (৪৭) এবং কৃষ্ণ ধন দাস (৪১), খুলনা জেলার হরিনটানা থানার গুগলাডাংগা গ্রামের মোঃ তোফাজ্জেল হাওলাদার এর ছেলে মোঃ সাব্বির হাওলাদার (২১), মৃত মজিদ খা এর ছেলে মোঃ কালাম খা (৩১), মৃত নিছার আকন এর ছেলে আব্দুর রাজ্জাক আকন (৩০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পিনজারি গ্রামের পুল্টু বিশ্বাস এর ছেলে সজিব বিশ্বাস (২২), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপ নগর গ্রামের মিন্টু মন্ডল এর ছেলে মোঃ রাসেল মন্ডল (২৫), মোঃ রাসেল মন্ডল এর স্ত্রী মোছাঃ সানজিদা খাতুন (২৩) মেয়ে আনিশা খাতুন (১০) এবং ছেলে শফিক শেখ (০৫)।
এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক (পুরুষ) ০১ জনকে মোঃ আসাদুল ইসলাম (২৭), পিতা- মোঃ আব্দুল করিম, গ্রাম- মহেশপুর পাতিবিলা, পোঃ+থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে আটক করা হয়।
৫৮ বিজিবর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।