ঝিনাইদহ কোটচাঁদপুরে ডাকাতি/মোটরসাইকেল-মোবাইল ফোন লুট!
এসএম রায়হান উদ্দীন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সলেমানপুর জাবড়েখেত এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল গাছের সাথে দড়ি বেঁধে কোটচাঁদপুরগামী মোটরসাইকেল চালক ও আরোহীর গতিরোধ করে। এসময় ডাকতরা অস্ত্রের মূখে জিম্মি করে তাদেরকে মারধর করে এবং বেঁধে রাখে। ডাকাতরা তাদের ব্যবহৃত একটি ১৬০ সিসি আ্যাপাসি ফোর-ভি কালো রঙ্গের মোটরসাইকেল, ৪ টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এসময় ডাকাতদের লাঠির আঘাতে মোটরসাইকেল আরোহী রাসেল (২৮) আহত হন।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল করিম জানান, রবিবার রাতে মোটরসাইকেল যোগে যশোর থেকে বাড়ি ফেরার পথে জাবড়েখেত এলাকায় পৌছালে ডাকতির ঘটনা ঘটে।
কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আক্তারুজ্জামন লিটন বলেন, ডাকাতির সময় টহলরত পুলিশ পাশপাতিলা বাজারে অবস্থান করছিল।
মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে।