ঝিনাইদহ হরিণাকুন্ডতে এনজিও বিষয়ক সমন্ময় সভা অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও বিষয়ক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে সমন্ময় আত্মহত্যা প্রতিরোধে উঠান বৈঠক, বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে তালবীজ বপণ সহ মাইক্রোক্রেডিট প্রোগ্রামের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেদের শরিক করার আহব্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহমেদ, এসডিসি এর মানেজার সবুজ মিয়া,নিরাপদ বর্মন এর শাখা ব্যবস্থাপক,জাগরনী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক রুহুল কুদ্দুস, গ্রাম উন্নয়ন কর্ম(গাক) এর শাখা ব্যবস্থাপক জিয়াউল হক,এসএস কুদরত আলী,হাবিবুর রহমান,সিএসএস সাইফুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রধান।
সভায় প্রত্যেক এনজিও প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সাথে সমন্ময় করে স্থান নির্বাচন করে ১শত তালবীজ বপণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।