অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত অতিক্রমকালে আটক ৮ জন
ঝিনাইদহর চোখ-
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সলেমানপুর গ্রামের ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ০৪ জন (পুরুষ- ০১ জন, নারী- ০২ জন এবং শিশু- ০১ জন) নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার কুলসুর গ্রামের বিকাশ পাল এর ছেলে লিটন পাল (২৮), মাগুরা জেলার শালিখা থানার ছান্দরা গ্রামের সমর পাল এর স্ত্রী লতিকা পাল (২৯) এবং ছেলে শয়ন পাল (১০), পিরোজপুর জেলার কাউখালী থানার গোপালপুর গ্রামের সুমন মন্ডল এর স্ত্রী নুপুর রায় (২৫)।
অন্যদিকে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লেবুতলা গ্রামের ঈদগাহ ময়দানের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ০৪ জন (নারী- ০১ জন এবং শিশু- ০৩ জন) নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন পাবনা জেলার সুজানগর থানার হাটখালী গ্রামের কৃষ্ণা দেবনাথ এর স্ত্রী মোছাঃ রিপা খাতুন (৩০), মেয়ে যুথী খাতুন (১৬), আয়শা খাতুন (১১) এবং রাবিয়া (০৭)।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।