মহেশপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ।। নগদ অর্থ বিতরণ

ঝিনাইদহের চোখ-
”শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা” এ শ্লো-গান নিয়ে সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকীতে এলাকার অসহায় মহিলাদের মাঝে শেলাই মেশিন ও নগত অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,হাসিনা খাতুন হেনা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,স্বারুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু , মহেশপুর মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মনোরঞ্জন কুমার প্রমুখ।
পরে এলাকার অসহায় মহিলাদের মাঝে শেলাই মেশিন ও নগত অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম,পি শফিকুল আজম খান চঞ্চল।