ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চাঁদাদাবি ও তাকে লাঞ্ছিতের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মো. হাসিবুর সাত্তারের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
এই ঘটনায় বিকালেই জামির মো. হাসিবুর সাত্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন।
আসামি করা হয়েছে মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও তার সাথী নাসির উদ্দিন।
মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে জানান, বিকাল ৩টার দিকে হারুন আর রশিদ ও নাসির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তারা প্রধমে ওষুধ চান।
ওসি বলেন, তখন আউটডোর বন্ধ হয়ে গেছে উল্লেখ করে ডাক্তার হাসিবুর সাত্তার ওষুধ দেওয়া সম্ভব নয় বলে জানান। পরে তারা এক লাখ টাকা চাঁদা দারি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাটি হয়। এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে তারা চলে যান।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এই বিষয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল বলেন, “ঘটনা শুনেছি। এটা দুঃখজনক।”