ঝিনাইদহের চোখ-
অদ্য ২২ নভেম্বর ২০২১ তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাংগা গ্রামের মোঃ কুদ্দুস মন্ডল এর কলা বাগানের মধ্যে হতে বাংলাদেশী ১৭ জন (পুরুষ- ০৬ জন, নারী- ০৮ জন এবং শিশু- ০৩ জন) নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার ডুমুরিয়া গ্রামের নরেন্দ্রনাথ এর ছেলে মোঃ রবিন চৌধুরী (৫৫) এবং মোঃ রবিন চৌধুরী’র স্ত্রী রঞ্জু চৌধুরী (৪৫), যশোর জেলার ঝিকরগাছা থানার ডাঙ্গী গ্রামের মোঃ বদিয়ার বিশ্বাস এর মেয়ে চামেলী বেগম (৪৩), সোলেমান বিশ্বাস এর ছেলে জাহাঙ্গীর মোল্লা (২৪), মৃত বাক্কার ছেলে মোঃ শরিফুল ইসলাম (১৭), একই জেলার শার্শা থানার ইসলামপু্র গ্রামের মৃতঃ নুরালী শেখ এর ছেলে মোঃ আবু হানিফ শেখ (৪৫), মোঃ আবু হানিফ শেখ এর স্ত্রী চম্পা বেগম (৪০), একই থানার খাজুরা গ্রামের মোঃ নুর হোসেন এর স্ত্রী আরাতন বেগম (৬০), অভয় নগর থানার শ্রীধরপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে মোঃ রুবেল হোসেন (২৭), মোঃ রুবেল হোসেন এর স্ত্রী চম্পা বেগম (২৬), কোতয়ালী থানার জগন্নাথপুর গ্রামের মৃত শফি বিশ্বাস এর মেয়ে সুরাইয়া খাতুন (১৭), মনিরামপুর থানার পাচকাটিয়া গ্রামের অচিত ধর এর স্ত্রী প্রীতিধর (২৭), বাগেরহাট জেলার রায়েন্দা থানার তাফালবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ ফরাজী এর ছেলে আইয়ুব আলী ফরাজী (৫০), টাঙ্গাইল জেলার সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ সামসুল হক এর ছেলে রুবেল রানা (২৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুড়িপাইকে গ্রামের আঃ মান্নান সরকার এর স্ত্রী মোছাঃ রত্না (৩৫), নড়াই জেলার সদর থানার মির্জাপুর গ্রামের ভবতেষ বিশ্বাস এর স্ত্রী কাকলী বিশ্বাস (৩০), মেয়ে নন্দিনী বিশ্বাস (০৮)।
আটককৃত বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।