ঝিনাইদহ হরিণাকুন্ড ইউপি নির্বাচন অবাধ ও সঙ্কামূক্ত হবে জানালেন এসপি
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় ইউপি নির্বাচনকে সামনে রেখে পুলিশের ওপেন হাউজ ডে তে ৫ জানুয়ারী ইউপি নির্বাচন কে অবাধ ও সঙ্কামূক্ত করা সহ উপজেলা বাসিদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গিকার করলেন ওপেন হাউজ ডে এর প্রধান অতিথি ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
মঙ্গলবার বিকালে পৌরসভা প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার(হরিণাকুণ্ডু,শৈলকুপা) সার্কেল অমিত কুমার বর্মন,হরিণাকুণ্ডু পৌরভার মেয়র ফারুক হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন মহিলা কলেজ অধ্যক্ষ মুক্তার আলী, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু,প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু,পৌর কাউন্সিল আবু আসাদ রুনু,মহিলা কলেজ প্রভাষক নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিস্বনাথ সাধুখা, সহকারী শিক্ষক নিখীল কুমার।
এসময় অসন্ন ইউপি নির্বাচনে অইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের নিরপেক্ষ ভূমিকা রাখার আহব্বান সহ বর্তমানে হরিণাকুণ্ডু উপজেলার অইনশৃঙ্খলার ব্যপক উন্নতি হয়েছে মর্মে দাবিরেখে উনমূক্ত পরিসরে উপজেলার বিভিন্ন হাট, বাজার কমিটির নেতৃবৃন্দ ও সমাজ প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে শ্রেষ্ঠ বিট পুলিশিং কর্মকর্তা হিসাবে এসআই মহসিন কে এবং শান্তিপূর্ণভাবে সারদীয়া দূর্গাউৎসব সম্পন্ন করার জন্য তিনটি পূজামন্ডপের নেতৃবৃন্দের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।