ঝিনাইদহ শৈলকুপায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ/মোটরসাইকেল ভাংচুর-অগ্নিসংযোগ
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ, হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলায় আহত হয়েছে ৩ জন। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ৩ টি মোটর সাইকেল।
সোমবার বিকেলে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে সারুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর কয়েকজন সমর্থক নির্বাচনী প্রচারণা করছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। ২ টি মোটর সাইকেল পুড়িয়ে ও ১ টি মোটর সাইকেল ভাংচুর করে পালিয়ে যায়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার কাইসার টিপুর কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ নৌকা প্রতিকের প্রার্থীর। তবে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ উষ্কানীমুলক প্রচারণা চালালে উভয়পক্ষে সংঘর্ষ হয়।
শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসরাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।