অন্যান্য

রাবি ছাত্রী হত্যা মামলায় ঝিনাইদহের স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ড

ঝিনাইদহের চোখ-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিক্তা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত রিক্তার স্বামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা (আইও) দীপ্ত কুমার সিং এ তথ্য জানিয়েছেন।

দীপ্ত কুমার সিং বলেন, আসামির সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মারা যাওয়া মোছা. রিক্তা আক্তারের স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি একই বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি গ্রামে। ২০২০ সালের ১০ জানুয়ারি তাদের বিয়ে হয়। রিক্তা (২১) রাবির আইন বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জোতপাড়া গ্রামে। স্বামীর সাথে ধরমপুরে এক ভাড়া বাসায় থাকতেন তিনি।

রাব্বির ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বিনোদপুর এলাকার ধরমপুরে অবস্থিত তাদের ভাড়া বাসা থেকে রিক্তাকে ঝুলন্ত অবস্হায় উদ্ধার করা হয়। এরপর রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, রিক্তার শিক্ষক-সহপাঠী ও স্বজনদের দাবি, এটি হত্যা। রিক্তার মৃত্যুর পরদিন গত শনিবার রিক্তার বাবা লিয়াকত জোয়ার্দার নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ হেফাজতে থাকা রিক্তার স্বামীকে গ্রেফতার দেখায় পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button