ঝিনাইদহ শৈলকুপায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ থেকে ১২ জনকে বহিষ্কার
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস ও যুগ্ন আহবায়ক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বহিষ্কৃতরা হলেন,
উপজেলার ১নং ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম খান,
২নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম টুলু ,
৩নং দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মুক্তারুজ্জামান মুক্ত,
৫নং কাচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আমিরুল্ ইসলাম ,
৬ নং সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জুলফিকার কায়ছার টিপু,
১১ নং আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন বিশ্বাস, সহ সভাপতি আমজাদ হোসেন মোল্লা, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন।
১৩ নং উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ শেখ,
১৪ নং দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক টি এ রাজু্ ও সহ সভাপতি বি এম শফি এবং ১৫নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন।