জানা-অজানাদেখা-অদেখা

ঝিনাইদহের পার্শ্ববর্তী জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড

ঝিনাইদহের চোখ-
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশের পশ্চিমাঞ্চল চুয়াডাঙ্গায়। আজ সোমবার সকাল ৯টায় জেলায় ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের কথা জানায় স্থানীয় আবহওয়া বিভাগ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শীতের তীব্রতা আরো বাড়তে পারে। তাপমাত্রা আরো হ্রাস পেয়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

স্থানীয় আবহওয়া বিভাগ জানায়, জেলায় একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকেই তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে গোটা জেলায়।

মৃদু শৈত্যপ্রবাহের কারণে নাকাল জেলার বাসিন্দারা। শীতের খড়্গ পড়েছে নিম্ন আয়ের মানুষে। খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষরা পড়েছেন আরো বিপদে। আজ দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ ছিল। বাড়ির সামনে ও রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে অনেককেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button