হরিনাকুন্ডু
ঝিনাইদহ হরিণাকুন্ডে ‘যার জমি আছে ঘর নাই’ প্রকল্পের ঘর পরিদর্শন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আশ্রয়ন -২ অধীন’যার জমি আছে ঘর নাই’ প্রকল্পের (খ)শ্রেণীর মানুষদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চঁন্দ্র।
শনিবার দুপুরে কুলবাড়ীয়া আর্শীনগর গুচ্ছোগ্রাম আবাসন পরিদর্শনকালে তিনি আবাসনের পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়ে আবসনে বসবাসরত দরীদ্র মানুষের সাথে কুশল বিনিময়কালে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে খোজ নেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান।