দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬
বসির আহাম্মেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ ক্যাম্প র্যাব-৬, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর মন্ডলপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য সঙ্গোপনে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেতৃত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রোববার বিকালে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন চাঁদপুর মন্ডলপাড়া(বটতলা মোড়) গ্রামস্থ বটগাছের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সিরাজনগর (টলটলি পাড়ার)মৃত মোসাব উদ্দিন মন্ডলের পুত্র মো: মেগু মন্ডল(৪৬) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার বাহিরমাদী(মধ্যপাড়া)গ্রামের মোঃ খাইরুল ইসলামের পুত্র মো: টুটুল হোসেন(২৪)কে গ্রেফতার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৯০ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল, ০৪টি সিমকার্ড এবং নগদ-১ হাজার ৩’শ টাকাসহ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করতঃ নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।