হরিনাকুন্ডু

ঝিনাইদহ হরিণাকুন্ডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহর হরিণাকুণ্ডুতে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের করোনা প্রতিরোধে টিকাদান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্তরে শীততাপনিয়ন্ত্রিত অফিসার্স ক্লাবে টিকাদান কর্মসুচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক।

বুধবার প্রথমদিনে শিশুকলী মাধ্যমিক, পাইলট মাধ্যমিক,সরকারী বালিকা ও প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১২শত শিক্ষার্থী এই টিকা গ্রহণ করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার জানান পর্যায়ক্রমে উপজেলার ৬টি কলেজ,১২টি মাদ্রাসা সহ ৪১টি সরকারী ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় ১৮হাজার শিক্ষার্থীদের টিকাদান করা হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা নির্ভয়ে টিকা গ্রহণ করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button