ঝিনাইদহ হরিনাকুন্ডে প্রশাসনের কম্বল বিতরণ
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াপুকুর গ্রামের বৃদ্ধাশ্রমের এবং উপজেলার কুলবাড়ীয়া শুচ্ছগ্রাম আবাসনে অসহায় নারীদের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
শনিবার বিকালে ৮৭ জন হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়াকালীন সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহামেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী হাবিবুর রহমান।
কম্বল বিতরণকালে হতদরিদ্র অসহায়রা বলেন,প্রতি বছর ইউএনও ম্যাডাম আমাদের শীত নিবারনে গরম কম্বল আমাদের ঘরে পৌছে দেন।
এই কম্বল পেয়ে আমরা ভিষণ খুশি। আল্লাহ ওনার হেফাজত করবেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা বলেন,এই অতিরিক্ত শীতে দরীদ্র মানুষ যেন কষ্ট না পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের দেওয়া প্রতিটি অনুদান জনগণের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।