ঝিনাইদহ শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাংচুর
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাংচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতিকের সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের শেখরা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নৌকা প্রতীকের শেখরা বাজারে একটি মিছিল বের হয়। কিছু সময় পর ওই বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন বিশ্বাসের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাংচুর করে তাদের কর্মী সমর্থকদের ধাওয়া করে বাজার থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে ভাংচুরের পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে শেখরা বাজারে যেতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়।
শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।