ঝিনাইদহের চোখ-
নড়াইলে মাদক মামলায় মামা-ভাগ্নেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) ১২টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী মাদকদ্রব্য আইনে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন লেবুতলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. মুকুল হোসেন ও একই গ্রামের হযরত আলীর ছেলে ইসমাইল হোসেন। তারা দুজন মামা-ভাগ্নে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
৭ বছরের বেশি সময় ধরে চলা মামলাটিতে মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা আনাদায়ে এক বছর কারাদণ্ড দেন