হরিনাকুন্ডু
ঝিনাইদহে ফকির লালন সাঁইয়ের জন্মভূমি পরিদর্শনে জেলা প্রশাসক
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের জন্মভূমি ও লালন গুরু সিরাজ সাঁইজীর মাজার পরিদর্শন করেন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম, হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, পৌরসভার মেয়র ফারুক হোসেন, পিআইও জামাল হুসাইন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, লালন একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড, নজরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ।
সভাটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুমন শিকদার।