ঝিনাইদহ কোটচাঁদপুরে কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ঝিনাইদহের চোখ-
স্বাস্থ্য সেবা সাধারণের দোর গোড়ায় পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত প্রকল্পের আওতায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ঝিনাইদহের কোটচাঁদপুরে দুটি কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদী ও ছয়খাদা-শ্রীরামপুর গ্রামের অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকপ্লের উদ্বোধন করেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
এছাড়াও দোড়া ইউনিয়নের দয়ারামপুর গ্রাম থেকে ধোপাবিলা ব্রীজ পর্যন্ত ২ কিঃ মিঃ সড়ক ও সোয়াদী অভিমুখে ২ কিঃ মিঃ, পাঁচলিয়া বকুল পার্ক থেকে কুশনা বাজার পর্যন্ত ৩ কিঃ মিঃ, এবং লক্ষীপুর মোল্লাপাড়া থেকে ধোপাবিলা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২ কিঃ মিঃ সড়কের পাকা করনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ রশীদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাফদারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নওশের আলী, পৌর আ.লীগের আহŸায়ক ফারজেল হোসেন মন্ডল, দোড়া ইউপি আ.লীগের সভাপতি কাবিল উদ্দীন, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমূখ।
পরে স্থানীয় আ.লীগের আয়োজনে দয়ারামপুর আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাংসদ শফিকুল আজম খাঁন চঞ্চল।