টপ লিডশৈলকুপা

ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ শওকত হোসাইন এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রæয়ারী শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রæতার জের ধরে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আসামীরা।

এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে শৈলকুপা থানা একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার আসামী আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বর ও ফারুক ওরফে বাদলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত। এ মামলায় ৫ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাস দেয় আদালত।

দন্ডপ্রাপ্ত আসামী ফারুক হোসেন ওরফে বাদল পলাতক রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button