ঝিনাইদহ হরিনাকুন্ডতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে হরিনাকুন্ড সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন,হিসাব রক্ষন কর্মকর্তা মো: ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জামাল হোসেন,প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান, সাবেক সাংগঠনিক কমান্ডার তাহাজ উদ্দীন,নির্বাচন অফিসার নুরু-উল্লাহ,সহকারী বিআর ডিবি কর্মকর্তা আমজাদ হোসেন, প্রেস ক্লাব সভাপতি এইচ মাহাবুব মিলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগন প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে অধিকার আইন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান উল্লেখ পূর্বক বিস্তারিত আলোকপাত করেন।
এসময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা তার বক্তব্যে ভোক্তাদের অধিকার নিশ্চিতে বাজার মনিটরিং সহ অসাধু ব্যবসায়ীদের আইনের আনার কথা বলেন, পাশাপাশি প্রেসক্লাব সভাপতি এইচ মাহবুব মিলুর প্রস্তবনায় প্রতি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের সাথে নিয়ে ভোক্তাদের অধিকার বিষয়ে অবহিতকরণ সভা করার কথা বলেন।