হরিণাকুন্ডতে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ৷
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) সেলিম আহমেদ ৷ পৌরসভার মেয়র ফারুক হোসেন৷ থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা।
মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মহিউদ্দীন মাস্টার সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ,ভায়না ইউনিয়ের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদহ ইউনিয়ের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মুঞ্জুর রাশেদ,দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আবুল কালাম আজাদ, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন,চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, কৃষি অফিসার হাফিজ হাসান, উপজেলা সাব-রেজীষ্ট্রার মেহেদী আল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন,মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন, নির্বাচন কর্মকর্তা নূর-উল্লাহ,সহ বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তব্য রাখেন হরিনাকুন্ড প্রেসক্লাবের সভাপতি এইচ মাহাবুব মিলু।
দিবস টি পালনে উপজেলা প্রশাসন নান আয়োজনের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ,আলচনা সভা,দোয়া মাহফিল, কেক কাটা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ বর্তমান সরকারের উন্নয়ন কে জনসাধারণের সামনে উপস্থাপনে বিভিন্ন দপ্তর ও সংগঠনের অংশগ্রহণে সাত দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, পৌর মেয়র ফারুক হোসেন ও থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা উপস্থিত ছিলেন ৷