ক্যাম্পাসটপ লিডমহেশপুর

মহেশপুরে প্রতিবন্ধী কলেজ ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে/দরকার ব্যাটারি চালিত হুইল চেয়ার

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা পটিপাড়া গ্রামের মমিনুর রহমানের প্রতিবন্ধী মেয়ে মেধাবী কলেজ ছাত্রী আফসানা মিম(১৮)এর যাতায়াত সমস্যার কারণে বন্ধ হয়ে যাচ্ছে লেখাপড়া। তার দু’পায়ই অচল। হাঁটুগেড়ে হাতে ভর করে অতিকষ্টে চলাচল করতে হয় প্রতিবন্ধী এই কলেজ ছাত্রীকে।

মায়ের সহযোগিতায় গ্রামের প্রাথমিক বিদ্যালয় শেষ করে সামন্তা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে।

আফসানা মিম জানায়, সে জন্ম থেকে প্রতিবন্ধী। বর্তমানে সে ভৈরবা শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কলেজ থেকে তার বাড়ি ১০ কি.মি দূরে। বিভিন্ন যানবাহনে আসতে অনেক টাকা খরচ হয় যা তার দরিদ্র পরিবারে পক্ষে দেওয়া সম্ভব না।

তার ইচ্ছা লেখাপড়া শিখে তার পরিবার ও দেশের জন্য স্বাভাবিক এক নারীর পক্ষে যা সম্ভব তা সেও করতে চায়। কিন্তু বড় বাধা হয়ে দাড়িয়েছে দরিদ্র পরিবার। ব্যাটারি চালিত হুইল চেয়ার ক্রয় করা তার পরিবারের পক্ষে আদৌ সম্ভব না। ইতোপূর্বে সরকারি বেসরকারি অনেক জায়গায় আবেদন করেও কোন ভাল ফল পায়নি।

তার বাবা মমিনুর রহমান জানায়,তার সংসারে ৫জন সদস্য, সংসার চালিয়ে মেয়ের জন্য হুইল চেয়ার দেয়ার সমর্থ্য তার নেই ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button