ঝিনাইদহ হরিণাকুণ্ডে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নে পুকুড়ে ডুবে ফারহান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০মার্চ) সন্ধ্যায় জোড়াদহ ইউনিয়নে ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফারহান জোড়াদহ গ্রামের ক্যানেলপাড়ার মৃত সলোক মন্ডলের ছেলে। মৃত সলোক মন্ডল গত দুই মাস আগে নিজেও বিষপানে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পরে খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলেও ফারহানের খোঁজ না থাকায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে সন্ধ্যার আগমুহূর্তে ওই বাড়ির পাশে পুকুড়ে ভাসমান অবস্থায় ফারহানের লাশ এক প্রতিবেশী দেখতে পেয়ে চিৎকার করে। পরে পরিবারের লোক ও প্রতিবেশীরা উদ্ধার করে। পল্লী চিকিৎসক ফারহানকে মৃত ঘোষণা করেন।
সরেজমিনে জানা যায়, বিধবা চায়না(২০) গত দুই মাস আগে বিষপানে স্বামীকে হারিয়ে একমাত্র অবলম্বন সন্তান ফারহানকে নিয়ে বসবাস করছিলেন। আজ সেই একমাত্র অবলম্বন সন্তানকে হারিয়ে নিঃসম্বল হয়ে গেলেন বলে জানায় পরিবারের লোকজন।