দেখা-অদেখা

ঝিনাইদহে মঞ্চায়িত হলো যাত্রাপালা ‘একটি পয়সা’

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে দীর্ঘদিন পর মঞ্চায়িত হলো যাত্রাপালা। অংকুর নাট্য একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে পরিবেশিত হয় সামাজিক যাত্রাপালা ‘একটি পয়সা’। এতে অভিনয় করেন অংকুরের ২৫ জন যাত্রাশিল্পী। শুক্রবার রাতে ৩ ঘন্টা ব্যাপী চলা এই যাত্রাপালা উপভোগ করে নানা শ্রেণী পেশার মানুষ।

ভৈরব গঙ্গোপাধ্যায় রচনায় সাইফুল ইসলামের নিদের্শনায় এ নাটকে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ বাংলার নানা চরিত্র।

অংকুর নাট্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস জানান, প্রেম-ভালোবাসা, বিরহ, অভাব আর সমাজের উচু মানুষের নানা সৌখিনতা আর বিলাসিতা নিয়ে এ নাটক রচনা করা হয়েছে। এর সাথে আছে স্বদেশপ্রেম, অসাম্প্রদায়িকতা ও মানবিকতা বোধের নানা দিক চরিত্রগুলোতে ফুটিয়ে তোল হয়েছে।

ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় গত ২৯ মার্চ শিল্পকলা একাডেমীতে ৪ দিন ব্যাপী সাংস্কৃতিক ও নাট্য উসব শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button