ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে শৈলকুপায় খোন্দকার প্রাইভেট হাসপাতালে আবারো প্রসূতির মৃত্যু হয়েছে। ক্লিনিকের মালিক-ম্যানেজার পলাতক রয়েছে এবং উত্তেজিত জনতার প্রতিবাদে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত সুস্থ্য রয়েছে নবজাতক ছেলে শিশুটি।
এলাকাবাসী সুত্রে জানাযায়, আজ (১৬ এপ্রিল) সকালের দিকে কবিরপুরের খোন্দকার প্রাইভেট হাসপাতালে বৃষ্টি খাতুন নামের প্রসূতির মৃত্যু ঘটে।
ঘটনার পর থেকে পালিয়ে আছে ক্লিনিকের মালিক-ম্যানেজার। ক্লিনিকটিতে পুলিশ মোতায়েন রয়েছে। চিকিৎসায় ত্রুটি থাকার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে বলে পরিবার-স্বজনদের অভিযোগ। তবে সিজারিয়ান অপারেশনের ডাক্তার কনক হুসাইন বলছেন হঠাৎ খিঁচুনি বা একলামসিয়া জনিত কারণে সন্তান ভুমিষ্টের ১৮ঘন্টা পরে প্রসূতির মৃত্যু ঘটেছে ।
গতকাল বিকাল ৪টার দিকে ক্লিনিকটিতে অপারেশন করা হয়েছিল।
এদিকে ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে টাকায় মিমাংশা করার চেষ্টা করছে বলে জানাগেছে।