আগুনে পুড়ে যাওয়া সেই দোকানীর পাশে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে যাওয়া সেই অসহায় দোকানি তানজীরের পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ।
গত ২ এপ্রিল রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে উপার্জানের একমাত্র অবলম্বন দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। অসহায় হয়ে পড়েন তানজীর। ছোট ভাই ও মাকে নিয়ে বেশ বিপাকে পড়েন। এ নিয়ে গত ৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে অসহায় তানজীরকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই প্রকাশিত প্রতিবেদনটি দৃষ্টি গোচর হয় কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এ্যাডমিন প্যানেলের।
রোববার বিকেলে তানজীর ইসলামের কাছে গ্রুপটির পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের ক্রিয়েটর এ্যাডমিন শাহরিয়ার আলম সোহাগ, এ্যাডমিন হলুদ সাগর, সাংবাদিক মিশন আলী, মডারেটর তৌহিদুল ইসলাম, জুয়েল রানা প্রমুখ।
কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এ্যাডমিন হলুদ সাগর বলেন, ফেসবুকভিত্তিক গ্রুপটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অসহায় তানজীরের পাশে দাঁড়িয়েছে গ্রুপটি।