কালীগঞ্জধর্ম ও জীবন

কালীগঞ্জে গণমাধ্যম কর্মিদের সাথে বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত

মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ কালীগঞ্জের সাংবাদিকদের সাথে থানা বিএনপি’র মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেলে হাসপাতাল রোডের রোকেয়া সুপার মার্কেটে পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ¦ আতিয়ার রহমানের সভাপতিত্বে মূলবক্তব্য রাখেন থানা বিএনপি’র সিনিয়র যুগ্মআহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় আরও আরও বক্তব্য রাখেন যুগ্মআহবায়ক মোস্তফা আব্দুল জলিল, ইসরাইল হোসেন জীবন এছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র যুগ্মআহবায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আফছার আলী, বিএনপি নেতা মোহম্মদ খাঁ, জুমারত হোসেন, আব্দুর রশিদসহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

মুলবক্তব্যে থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিশেষ আইন করে সাংবাদিকদের লেখনিতে অতীতের মত বাধাগ্রস্থের জন্য অপচেষ্টা অব্যাহত রেখেছে। বিনা ভোটের সরকার বিএনপিকে দমিয়ে রাখতে দলের চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে।

তিনি তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগ ভয় পায় তাই বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে কাল্পনিক মামলা দিয়ে দেশের বাইরে রেখেছে। এগুলোতে প্রমান হয় আওয়ামীলীগ পূর্বের সেই বাকশালীরুপে জনগনের ঘাড়ে ভর করেছে। দিনের ভোট রাতে করে এদেশের মানুষকে ধোকা দেয়া হয়েছে। তিনি বলেন,বর্তমান সরকারের দমননীতি ও আওয়ামী সিন্ডিকেটের তৈরী দ্রব্যমূল্য আজ সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের সব মানুষ আজ অতিষ্ঠ। এমন অবস্থায় সকল রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে আবারও তারা পাতানো নির্বাচনের স্বপ্নে বিভোর দলটি। কিন্ত তাদের সে দিবা স্বপ্ন পূরন হতে দেবে না এদেশের জনগন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদ আরো বলেন, বিএনপি সব সময় ঐক্যবদ্ধ। ঈদের পরেই সারাদেশের বিএনপি’র নেতাকর্মি ও সকল পেশার মানুষ মিলে সরকার হঠানোর একদফা আন্দোলনের প্রস্ততি নিয়েছে। সে আন্দোলনের সময়ে সকল সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ করেন তরুন এই বিএনপি নেতা। মতবিনিময় শেষে বিএনপি’র নেতৃবৃন্দ সাংবাদিকদের সম্মানে ইফতারে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button