আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ঝিনাইদহের প্রাণ কেন্দ্র পোষ্ট অফিস মোড়
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী মোড় ক্ষ্যাত পোষ্ট অফিস মোড় । ব্যতীক্রমী এই কারণে যে, এই মোড়টির নামকরণ হয়েছে সরকারী একটি প্রতিষ্টনকে ঘিরে। ব্রিটিশ শাসনের ইতিহাস থেকে পূর্ব পাকিস্তান পরবার্তীতে স্বাধীন বাংলাদেশের কয়েকশ বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে পোষ্ট াফিস মোড়টি। এটিই বর্তমানে সমগ্র ঝিনাইদহ জেলার প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। দিনের পর দিন হয়েছে আধুনিকায়ন । এক সময় এটিই ছিল মানুষের রাজধানী ঢাকা গমনের একমাত্র যায়গা। সবধরনের বাস এখান থেকেই চলতো। সাধারণ মানুষ ঢাকা-খুলনা-যশোরসহ পূর্বঞ্চল বা দক্ষিণাঞ্চল যেতে এখানেই আসতে হতো। এই পোষ্ট অফিস মোড়কে ঘিরেই ঝিনাইদহ জেলা আস্তে আস্তে বিস্তৃতি লাব করে।
আর এটি জনগুরুত্বপূর্ণ মোড় তো বটেই । কারণ, পোষ্ট অফিস মোড়ের ঠিক উত্তর দিকেই রয়েছে ট-বাজার। যেখানে মানুষ সব ধরনের প্রয়োজনীয় জিনিষ কিনতে পারতো খুব স্বাচ্ছন্দে। এই মোড়ের দক্ষিণে রয়েছে বর্তমান পায়রা চত্বর, পশ্চিমে রয়েছে ঝিনাইদহ বই মার্কেট ও জেলার কৃতি সন্তান তৈরীর কারিগর ঝিনাইদহ কেশব চন্দ্র কলেজ, একেবারে পূর্বে রয়েছে জেলার ঐতিহ্যবাহী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক।
মহাগুরত্বপূর্ণ এ মোড়টিতে সবসময়ই মানুষের প্রাণ চাঞ্চল্য দেকা মেলে। রাত কিবা দিন ব্যবসায়ীকভাবে অত্যন্ত ব্যস্ততম মোড় এটি। একসময় মাত্র কয়েকটি দোকান থাকলেও এখন প্রায় কয়েকশো দোকান মোড়টিতে অবস্থিত। মোড়টির চারপাশ দিয়ে চারটি সড়ক চলে গেছে চারদিকে।
বড় বড় ব্যবসাীরা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, খুলনা থেকে প্রতিনিয়ত আসে এ খানে ব্যবসা করতে।এ বাজারের দক্ষিণ দিকে রয়েছে ঝিনাইদহ জেলা বালিকা উচ্চ বিদ্যালয়।
মোড়টির ঠিক পাশেই রয়েছে ঝিনাইদহ কেন্দ্রী জামে মসজিদসহ নানা বড়-বড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
পোষ্ট অফিস মোড়ে রয়েছে হরেক রকমের খাবারের দোকান, মুদিখানা দোকান, ডাক্তার খানা, কাপড়ের দোকান। এই মোড়ে রাতে দিনে সবসময় পাওয়া যায় ইজিবাইক, ভ্যান, রিক্সা। ইচ্ছে হলে যে কেউ ইজিবাইকে ও রিক্সায় শহর ভ্রমণ করতে পারবে।
ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ের দিকে চোখ দিয়ে তাকালে ডানে চলে গেল আরাপপুর, বামে চলে গেল হামদহ, পেছনে চলে গেল ঝিনাইদহ নতুন বাস টার্মিনাল।
একসময়ের ছোট্ট মোড়টি আজ হাজারো মানুষের ভীড়ে লেগেই থাকে। জনবসতি বাড়ার সাথে সাথে এ বাজারে বাড়ছে ব্যবসা-বাণিজ্য।
এককথায় ঐতিহাসিক মোড়ও এটি। কেননা ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম, রাষ্ট্র ভাষা বাংলার দাবীর ঐতিহাসিক পটভূমি ও পাকিস্তানিদের তাড়ানোর যে বিদ্রোহ, সংগ্রাম ও আন্দোলন এ মোড়টিতে ঘিরেই কিন্তু হয়েছে।
পোষ্ট অফিস মোড় ঝিনাইদহ জেলাবাসীর একটি গর্বের জায়গা।