মহেশপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নারীকে হস্তান্তর
জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর মাটিলা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী ৩ নারী আটক কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর।
মাটিলা বিওপি সূত্রে প্রকাশ, সোমবার ভোরে মাটিলা ক্যাম্পের বিপরীতে ৬৮ রানাঘাট বিএসএফের হাতে ৫১/১৩ আর পিলারের নিকট ৩ জন বাংলাদেশী নারী আটক হয়। বিএসএফের আহবানে সোমবার সকাল ১০ টায় ৫৩ নম্বর পিলার মকরধজপুর মাঠে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
হস্তান্তরকৃত নারী হলেন, সাতক্ষীরা জেলার আশাসুনী থানার শীরুলা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী রেশমা খাতুন(৩৭)।
উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে মাটিলা ক্যাম্পের জেসিও নায়েক সুবেদার হাবিবুর রহমান এবং রানাঘাট বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার জিডি পান্ডে স্ব স্ব দেশের নেতৃত্বে দেয়।
আটককৃত ৩জনের মধ্যে একজনের ঠিকানা সঠিক থাকায় তাকে বিজিবি গ্রহন করে। বাকী ২জনকে বিএসএফ ফেরত নিয়ে যায়। এ বিষয়ে মাটিলা বিওপি ক্যাম্পে যোগাযোগ করলে তারা জানায় তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।