ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার কোটচাঁদপুর সাবেক ছাত্রলীগ নেতা
ঝিনাইদহের চোখ-
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিন। শনিবার (৩০ এপ্রিল) বিকালে স্থানীয় মেইন বাসস্ট্যান্ড থেকে শেখ শাহিনকে আটক করে কোটচাঁদপুর থানা পুলিশ।
থানা সূত্র জানায়, ডিবি পুলিশের অনুরোধে কোটচাঁদপুর থানার এস আই জাহিদ হোসেন শনিবার কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড থেকে শাহিনকে আটক করে। পরে থানা থেকে ঝিনাইদহ ডিবি পুলিশের এস আই আসিফ হাসানের হাতে তাকে তুলে দেওয়া হয়। বর্তমানে শাহিন ঝিনাইদহ ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
গত ডিসেম্বরে মহেশপুর থানায় ডিজিটাল আইনে শাহিনসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে মামলাটি ডিবিতে রয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দৃষ্টিকটু স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে ১৮ ডিসেম্বর এমপির পিএস সুফল কুমার বিশ্বাস বাদি হয়ে মহেশপুর থানায় ডিজিটাল আইনে দুজনকে আসামি করে মামলা করেন।
যার মধ্যে রয়েছেন কোটচাঁদপুর উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিন ও সাবেক সংসদ সদস্য মো. নবীনেওয়াজের ভাতিজা আতিয়ার রহমান সুমন। সুমন আগেই গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন।
গ্রেপ্তারকৃত শেখ শাহিন কোটচাঁদপুর রেলস্টেশন পাড়ার শেখ ফজলুর রহমানের ছেলে। ডিবি পুলিশের এস আই আসিফ হাসান সাংবাদিকদের বলেন, আজ রবিবার শেখ শাহিনকে আদালতে তোলা হবে।