হরিনাকুন্ডতে পানের বরজে গাঁজা চাষ ।। আটক এক
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিনাকুুন্ডতে আবাদি পান বরজ থেকে ১৩টি গাঁজা গাছসহ আব্দুল রহমান (৪৫) নামে এক পান চাষীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৩ মে)রাত আনুমানিক পনে নয়টার সময় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের খলিশাকুন্ডু মসজিদ পাড়া মাঠে অবস্থিত আটককৃত পান চাসীর নিজ পান বরজ থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রহমান মোল্লা খলিসাকুন্ডু গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান তার নিজ আবাদি পানের বরজের ভিতর পান গাছের সাথে গাঁজার গাছ রোপণ করে। পরবর্তীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই জগদীশ চন্দ্রবসু ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দিন বিকাল ৪টা থেকে অভিযান পরিচালনা করে রাত পনে নয়টা নাগাদ আসামীর নিজ বরজ থেকে ১৩টি গাঁজা গাছ সহ তাকে আটক করে। অধিক লাভের আশায় গাঁজার বীজ সংগ্রহ করে গোপনে ও কৌশলে চাষাবাদ করে আসছিল বলে হরিণাকুÐু থানা পুলিশের কাছে স্বীকার করেছে আটককৃত পানচাষী ।
হরিনাকুÐু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই পানচাসীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে হরিনাকুÐুকে মাদকমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি মাদক বিরোধী আভিজান সফল করতে সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।