ঝিনাইদহে বিজিবির উদ্যোগে ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জাহিদুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুরে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার বাকশপোতা মাধ্যমিক বিদ্যালয়ে এক্যাম্পের উদ্বোধন করেন ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহীন আজাদ।
উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তসলিম মোঃ তরেক ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আশিকুর রহমান, জাতীয় চক্ষুবিদ্যা ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডাঃ এরশাদুল হক রাহাত, যশোর সরকারি মেডিকেল কলেজের প্রভাষক স্ত্রী রোগবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌস, বর্ডার গার্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মেজর মোঃ জসিম উদ্দিন, ডাঃ মেজর ফারহানা ইয়াছমিন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান।
এসময় মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ৭৩টি গ্রামের অসহায় ও হতদরিদ্র রোগীদের চিকিৎসা, পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়।