কালীগঞ্জে রহস্যজনকভাবে এক ঘন্টার ব্যবধানে মারা গেল অর্ধশত ধরন্ত লিচু গাছ!
ঝিনাইদহের চোখ-
প্রতিটি গাছের লিচুতে পাক ধরেছে। কয়েকদিনের মধ্যে সেগুলো বিক্রি করবেন। পরিচর্যার জন্য কুঁড়ে বানিয়ে বাগানেই অবস্থান করছে মালিকরা। কিন্তু চোখের সামনে এক ঘন্টার মধ্যে গাছগুলো শুকিয়ে মারা গেছে। এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে। অজানা কারণে মারা গেছে অর্ধশত লিচু গাছ। এতে আতংকিত হয়ে পড়েছেন বাগান মালিকেরা।
সোমবার দুপুরে সরজমিনে গাছে হাজার হাজার শুকিয়ে যাওয়া লিচু ঝুলতে দেখা যায়। এদিকে গাছের পাতাগুলো শুকিয়ে নির্জীব হয়ে গেছে যাতে বোঝা যাচ্ছে গাছ মারা গেছে।
খয়েরতলা গ্রামের লিচু চাষী তানভীর আহম্মেদ জানান, তাদের ৪২ টি গাছের মধ্যে ৩০টি গাছই মারা গেছে। ১৪ মে বেলা ১১টা পর্যন্ত গাছগুলো তরতাজা ছিল কিন্তু ১২টার সময় গাছের পাতা নুইয়ে পড়ে। লিচু লাল রং থেকে পুড়ে যাওয়ার মতো রং ধারণ করেছে। যেসময় এমন হয় তিনি বাগানেই ছিলেন। চোখের সামনেই ধরন্ত লিচু গাছগুলো শুকিয়ে যেতে থাকে।
একই গ্রামের তাজ উদ্দিনের একই দিন একই সময় ২১টি গাছের মধ্যে ১০টি গাছ মারা গেছে। গাছগুলোতো প্রচুর পরিমানে লিচু ঝুলে থাকতে দেখা যায়। আবুল হোসেনের ১৪৬টি গাছের মধ্যে ৬টি গাছ মারা গেছে। বাকি গাছ নিয়ে আতংকিত তিনি। শহিদুল ইসলামের ২৭ টি গাছের মধ্যে ৩টি গাছ মারা গেছে।
তবে বাগান মালিকরা জানান, তারা লিচু গাছে আগে কখনও এমন সাথে সাথে শুকিয়ে মারা যাওয়া দেখেননি। এর আগেও তাদের জমিতে পানি জমি থাকতো, তখন তো এমন ঘটনা ঘটেনি।
বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শিকদার মো: মোহায়মেন আক্তার জানান, তিনি সোমবার ক্ষতিগ্রস্থ লিচু বাগান পরিদর্শন করেছেন। পরপর কয়েকদিন বৃষ্টির কারণে বাগানে পানি জমে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমনটি হতে পারে। এছাড়া গাছগুলো মারা যাওয়ার কোন কারণ নেই।