নিত্যপণ্যের দাম বাড়ায় ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোট’র বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহের চোখ-
সয়াবিন তেল, এলপি গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্য মন্ত্রীর অপসারণ , মুনাফাখোর সিন্ডিকেট ভাঙ্গা, গ্রাম শহরে সর্বজনীন রেশনিং চালু ও ১৫০০ টাকা মন দরে খোদ কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের দাবিতে আজ ১৭ মে ২০২২ তাং মঙ্গলবার সকালে
ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোট এর উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্ক্সবাদী ঝিনাইদহ জেলা শাখার সভাপতি কমরেড মোফাজ্জল হোসেন মঞ্জু ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট আসাদুল ইসলাম আসাদ, জেলা সিপিবির সাবেক সভাপতি কমরেড কাজী ফারুক,বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আবু তোয়াব অপু।
আরো বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদ এর সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম মিটুল প্রমুখ। সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বাসদ সদস্য আছাদুর রহমান আছাদ।