মহেশপুরে অবৈধ সীমান্ত অতিক্রমকালে দালালসহ ২২ জন আটক
ঝিনাইদহের চোখ-
বাংলাদেশ হতে চোরাই পথে ভারতে প্রবেশের সময় দালালসহ নারী,পুরুষ ও শিশুসহ ২২ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির যাদবপুর বিওপির টহল দল সীমান্তের কানাইডাঙ্গা গ্রাামের মাঠের মধ্যে হতে ৬জন পুরুষ,৬জন নারী ও ১০ জন শিশুকে আটক করে।
সোমবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার ভোর রাতে চোরাই পথে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় উপজেলার কানাইডাঙ্গা গ্রাামের গ্রামের মাঠের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক সোহেল কাজী (৩১), জিুয়েল কাজী (২০), পিতা নিজাম কাজী, পলিনা খানম (৩৫), স্বামী সোহেল কাজী, নিশাদ কাজী (০৯), পিতা সোহেল কাজী, জুই (০৭), পিতা সোহেল কাজী, বাদল কাজী (০২), পিতা সোহেল কাজী, সকলের গ্রাম চালিতাতলা, থানা- কালিয়া, জেলা নাড়াইল, আল-আমীন মোড়ল (২৭), পিতা মৃত খোকন মোড়ল, তন্নি বেগম (২৫), স্বামী আলআমীন মোড়ল, আব্দুল্লাহ মোড়ল (০৭), পিতা আল আমীন মোড়ল, জান্নাতী আক্তার (০২), পিতা আল আমীন মোড়ল, সকলের গ্রাম সম্মানকাঠি, মুসিয়া, থানা- কচুয়া, জেলা বাগরহাট, সৈয়দ আলী শেখ (৪৮), নাছিলা বেগম (৪২), স্বামী বিল্লাল শেখ, তন্নি (১৭), পিতা বিল্লাল শেখ, রহিমা (১০), পিতা বিল্লাল শেখ, মরিয়ম খাতুন (০৪), পিতা বিল্লাল শেখ, সকলের গ্রাম গবরদিয়া, থানা+জেলা- বাগেরহাট, রাজা মন্ডল (২৬), স্বামী ভবেন মন্ডল, পূজা মন্ডল (০৯), পিতা ভবেন মন্ডল, রুদ্র মন্ডল (০৬), পিতা ভবেন মন্ডল, সকলের গ্রাম – ভেন্নাবাড়ী, শালুখা, থানা কোটালীপাড়া, জেলা গোপালগঞ্জ, করুনা মন্ডল (২৭), স্বামী পদ্দুত মন্ডল, গ্রাম কায়েনমারী, থানা মংলা, জেলা বাগেরহাট, মাজেদা খানম (৩০), স্বামী আব্দুল মান্নন, গ্রাম কেসমত খানপুর, থানা চৌগাছা, জেলা যশোর এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী শাকিল হোসেন (৩৪), পিতা মৃত মনির হোসেন গ্রাম যাদবপুর, থানা মহেশপুর, জেলা- ঝিনাইদহ ও বরকত আলী (৪৭), পিতা জবেদ আলী, গ্রাম সোনাইডাঙ্গা, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ সকলকে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা/সহায়তার অপরাধে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/সহায়তার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।