কালীগঞ্জে আরো ৫টি অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ কালীগঞ্জে অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কালীগঞ্জ শহর ও বারবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক কালীগঞ্জ উপজেলায় অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসকল হাসপাতালের নিবন্ধন নেই সেই হাসপাতাল গুলো তালা ঝুলিয়ে সিলগালা করা হয়েছে। নিবন্ধন পাওয়ার পর তা চালু করতে পারবে।
কালীগঞ্জের কেয়ারল্যাব, উপমা ডায়াগনস্টিক সেন্টারের” সকল কার্য্যক্রম করে দিয়েছে। এ ছাড়া বারোবাজারের নিউরন ডায়াগনস্টিক ও ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল এবং চাপরাইলের মা ডায়াগনস্টিকসহ ৫টিতে সীলগালা করে দিল।
স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, কালীগঞ্জ উপজেলায় ৪৩ টি বেসরকারী প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্ট্রিক রয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন, অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মাজহারুল ইসলাম।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী জানান,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ক্লিনিক ও ডায়াগনস্ট্রিক সেন্টার গুলোতে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। কালীগঞ্জ উপজেলায় ৭ টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনষ্ট্রিক সেন্টার রয়েছে।