ঝিনাইদহ কাপাশাটিয়া গ্রামে পিটিয়ে হত্যা
এইচ মাহবুুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে উপজেলার কাপাশাটিয়া গ্রামে। নিহত আশান মন্ডল ( ৪৫) চুয়াডাঙ্গা জেলার চিতলিয়া রতনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম ফোনে জানান রাতে উপজেলার কাপাশাটিয়া গ্রামের লিটন মোল্লার বাড়ি থেকে একটি নসিমণ চুরি হয়ে যায়। ঘটনা টের পেয়ে মোটরসাইকেল যোগে ধাওয়া করে লিটন ও তার সঙ্গিরা।
এক পর্যায়ে পাশ্বর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া এলাকা থেকে নসিমণ সহ নিহত আশানকে আটক করে স্থানীয় হাজি আরশেদ আলী কলেজ মাঠে পিটিয়ে হত্যা করে এলাকার লোকজন। ওসি আরো সকালে ওই ব্যক্তির লাশ হরিণাকুন্ড উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে রেখে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের খালা পারুল বেগম অভিযোগ করে বলেছেন, নিহত আশান মন্ডল ব্যবসা করে। নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। খবর পেয়ে হাসপাতালে লাশ দেখেছেন তারা।
হরিণাকুন্ড উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার জানান, ভোরের দিকে আশান মন্ডলকে মৃত অবস্থায় আনা হয় এবং সকাল ১০টার পুলিশ লাশ নিয়ে যায়। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।