১৫ জুন ঝিনাইদহে ২ ইউপি ও এক ওয়ার্ডে ভোট
ঝিনাইদহের চোখ-
আগামীকাল ১৫ জুন ঝিনাইদহ পাগলাকানাই ও সুরাট ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার প্রচরণায় শেষ হয়েছে গতকাল মধ্যরাত থেকে। প্রার্থীদের নির্বাচনী পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো ইউনিয়নের গ্রামগুলি।
আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সুরাটে ইউপিতে মোট ভোটার ১০৯৫০ জন। পুরুষ ৫৫৪৭ ও মহিলা ৫৪০৩ জন এবং পাগলাকানাই ইউপিতে মোটভোট ১৪১১৪ জন। পুরুষ ৬৮৭৪ ও মহিলা ভোটার রয়েছে ৭২৪০জন।
সুরাটে ভোট কেন্দ্র-১০টি, ভোটকক্ষ-৩৭টি এবং পাগলাকানাই ইউনিয়নে ৯টি ভোটকেন্দ্র ও ৪৮টি ভোটকক্ষে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচনে ভোটকেন্দ্রগুলি মধ্যে বেশিরভাগ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন প্রশাসন। তবে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক আশ্বাস দিয়েছেন শতভাগ নির্বাচন সুষ্ঠু হবে।
জানাযায়, পাগলাকানাই ইউনিয়নে ভোট যুদ্ধে লড়ছেন নৌকা প্রতিকের আতাউর রহমান আতা ও মোটরসাইকেল প্রতিক নিয়ে সদ্য বহিস্কৃত সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বিশ্বাস। এই ইউনিয়নে বিএনপি ভাগ হয়ে গেছে। কেউ করছেন নৌকার ভোট আবার কেউ করছেন স্বতন্ত্র প্রার্থীর ভোট। এখানে লড়াই হবে তুমুল আকারে।
সুরাট ইউনিয়নে চেয়ারম্যান নৌকা প্রতিক নিয়ে কবির হোসেন জোয়ার্দ্দার কেবি, সদর উপজেলা যুবলীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন আনারস প্রতিক, সদ্য বহিস্কৃত সাবেক জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ লাল মোটরসাইকেল প্রতিক ও সাবেক আনসার কমান্ড্যান্ট ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল্লাহ বাবলু অটোরিক্সা প্রতিক নিয়ে নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এখানে নৌকা, আনারস প্রতিকের সাথে লড়াই হবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সীমানা জটিলতা মামলায় ঝিনাইদহ সুরাট ও পাগলাকানাই ইউনিয়নে ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১১ সালের জুন মাসে সর্বশেষ সুরাট ও পাগলাকানাই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মামলা নিষ্পত্তি হওয়ায় আদালতের নির্দেশে আগের সীমানায় আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া ঝিনাইদহ হরিণাকুন্ড উপজেলার ভায়না ইউনিয়নের একটি ওয়ার্ডে মহিলা সংরক্ষিত আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।