মহেশপুরে বড় গরুর চাহিদা কম
আব্দুর রহমান, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুরে ২৩ হাজার কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তবে উপজেলার বড় গরুর চাহিদা কম থাকায় খামারিরা বিপাকে পড়েছেন।
মহেশপুর প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার বিভিন্ন খামারির কাছে ১ লাখ ১৮ হাজার ১৬টি গরু, ১ লাখ ১২ হাজার ৬টি ছাগল এবং ৫৭১টি ভেড়া রয়েছে। কোরবানির আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু উল্লেখযোগ্য পশু এখনো অবিক্রীত, এর মধ্যে বড় গরুর চাহিদা একেবারেই কম।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছর দেশের কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম থেকে ব্যাপারিরা এসে পাইকারি গরু কিনে নিয়ে যায়। কিন্তু এ বছর কোনো ব্যাপারি আসেননি। স্থানীয় পর্যায়ে চার-পাঁচ মণ ওজনের গরুর চাহিদা বেশি, বড় গরুর ক্রেতা নেই। এছাড়া ১৫/২০ কেজি ওজনের ছাগলের চাহিদা রয়েছে।
মহেশপুর মথুরা ইউসুফ ডেইরি ফার্মের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, তাদের ফার্মে ৪৫টি গরুর মধ্যে ১৩টি বিক্রিযোগ্য যার ওজন ১০/১২ মণ। এখন পর্যন্ত একটিও বিক্রি হয়নি। উপজেলার আরো কয়েকটি ফার্মে খোঁজ নিয়ে একই তথ্য পাওয়া যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিবুর রহমান জানান, এ পর্যন্ত ৪০ ভাগ পশু বিক্রি হয়েছে।