কোটচাঁদপুর

এ্যাটেম টু মার্ডার মামলার পলাতক আসামি ঝিনাইদহে আটক

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর, ঝিনাইদহের চোখ-

পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপুকে কুপিয়ে আহত করা মামলার অন্যতম পলাতক আসামি কামরুল হাসান কে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। বুধবার ঝিনাইদহ থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত ৫ অক্টোবর সন্ধ্যা রাতে মির্জা টিপু, তাঁর ক্লিনিক থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রিলাক্স গার্ডেনের সামনে পৌছালে দুর্বৃত্তরা পিছন দিক থেকে এসে পিঠে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
পরের দিন ৬ অক্টোবর কয়েক জনকে অজ্ঞাত নামা আসামি করে মডেল থানায় মামলা করেন। যার নাম্বার -৫, তারিখ – ৬-১০-২০২১। মির্জা টিপু স্থানীয় পোস্ট অফিস পাড়ার গিয়াসউদ্দিনের ছেলে।
এরপর থেকে ওই মামলার আসামিরা পলাতক ছিলেন। যার মধ্যে সম্প্রতি পৌর এলাকার আর্দশ পাড়ার রাতুল কে আটক করে থানা পুলিশ।

কামরুল হাসান ছিলেন ওই মামলার অন্যতম আসামি। বুধবার পুলিশ তাকে ঝিনাইদহ কোর্টের সামনে থেকে আটক করেন। সে চৌগাছা স্টান্ড কাঁচা বাজারে টোল আদায় কে কেন্দ্র করে হত্যা চেষ্টা মামলায় হাজিরা দিয়ে ফিরছেন। মাদক,মারামারি সহ বেশ কয়েক টি মামলার আসামি বলে জানাযায় নির্ভরযোগ্য সূত্রে।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, কামরুল হাসান টিপুকে মারা মামলার অন্যতম আসামি। ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল। কোর্টে হাজিরা দিয়ে চলে যাবার সময় আদালতের বাইরে থেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে ৬৪ ধারায় জবানবন্দী নেওয়ার জন্য ঝিনাইদহ নিয়ে যাওয়া হয়। কামরুল হাসান পৌর এলাকার আর্দশপাড়ার শুকুর আলীর ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button