হরিণাকুণ্ডুতে ভূমিহীনের মাঝে ৩৪ টি ঘরের দলীল হস্তান্তর
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আশ্রয়ন ২ এর অধীনে ” জমিও নেই ঘরও নেই” প্রকল্পের আওতায় ক শ্রেণীর ভূমিহীনদের জন্য তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপে) আবারও ৩৪ টি ঘরের দলীল হস্তান্তর করা হয়েছে।
গৃহহীন-ছিন্নমূল পরিবারকে ২ শতক জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একটি গৃহ নির্মাণের বরাদ্দ দিয়েছেন মানননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় হরিণাকুণ্ডু উপজেলাতেও একযোগ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরের চাবি ও জমির দলীল হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বৃহস্পতিবার হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভীর হোসেনের সঞ্চালনায় চাবি ও দলীল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথিন্দ্র নাথ রায় এসময় ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, নাজমূল হুদা তুষার, কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান , উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, মৎস্য কর্মকর্তা নান্নু রেজা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানী, উপজেলা নির্বাচন অফিসার নূর উল্লাহ, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মহাসিন,সহকারী বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন সহ ৩৪ সুবিধাভোগী পরিবার, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সারা বাংলাদেশের ২৬ হাজার ২২৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি সহ গৃহ হস্তান্তর করা হয়।হরিণাকুণ্ডুতে এই ঘরগুলো রয়েছে উপজেলার ভায়না ইউনিয়নে ৫টি , জোড়াদাহ ইউনিয়নে ২ টি, ফলসী ইউনিয়নে ৭ টি, কাপাশহাটীয়া ইউনিয়নে১০ টি, চাঁদপুর ইউনিয়নে ১০টি।
সুবিধাভোগীরা পাচ্ছেন ২ শতক জমির উপরে নির্মিত দূর্যোগ সহনীয় ২ কক্ষ বিশিষ্ট্য সেমিপাকা ঘর।