মহেশপুর

মহেশপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার সকালে কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।

উপজেলা মৎস্য বিভাগের কর্মসূচীর অংশ হিসেবে মিশ্র জাতের রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,থানা অফিসার ইনর্চাজ (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন,পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার,সস্তা বাওড় সভাপতি আমজাদ হোসেন,নলপাতুয়া মৎস্যজীবি সমিতির সভাপতি হাবিবুর রহমান,নস্তী বাওড় সভাপতি নিত্যপদ হালদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button