টপ লিডশৈলকুপা

দেশীয় অস্ত্র গাজা সহ শৈলকুপায় আটক ১০

ঝিনাইদহের চোখ-
গাজা,সেভেন গিয়ার, চাইনিজ কুড়াল সহ ঝিনাইদহের শৈলকুপা  ১০ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ঘটনাটি শনিবার সন্ধা ৭টার দিকে শহরের কুমার নদের ব্রীজে। আটকের পর তাদের থানায় সোপর্দ করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, রবিবার শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন।

আইনশৃংখলা স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কুমার নদের পুরাতন ব্রীজে গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর এক পর্যায়ে কালো রঙের একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে আটক করেন তারা। মাইক্রোবাসটি তল্লাশী করলে গাড়িতে অবস্থান করা হাসিব আহমেদ, ফোরকান রহমান, মোজাহিদ হোসেন, ইনসানুল ইসলাম, মুসা, আশরাফ হোসেন, ইমন, মাসুমবিল্লাহ, রুমান ও আজগরের কাছ থেকে ১শ’ গ্রাম গাজা, একটি সেভেন গিয়ার, ৩টি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ী, দুটি স্টিলের চাইনিজ লাঠি উদ্ধার করেন টহলদল।

ভ্রাম্যমান টহলদলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুন্নবী জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button