হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডু প্রাণি সম্পদ প্রদর্শনীতে খামারীদের পশু,পাখির সমাহার

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রণিসম্পদ প্রদর্শণী-২০২১ উপলক্ষে বিভিন্ন স্টলে খামারীদের পালিত পশু পাখির সমাহার।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় এই প্রাণীসম্পদ প্রদর্শনীতে
আলোচনা সভা, সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণের প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী রওশন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহিম মোল্লা, পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান।
প্রাণিসম্পদ সম্প্রশারণ কর্মকর্তা ডাঃ সুলতানা বেগমের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব ই এলাহী, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু,উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান প্রমূখ।

প্রদর্শনীতে ৪০ টি স্টলে ২শত খামারী উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, ছাগল, ভেড়া, হাসঁ-মুরগী, কবুতর প্রদর্শণ করেন।

আলোচনা শেষে, প্রদর্শণীর সভাপতি ইউএনও সৈয়দা নাফিস সুলতানা , প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন সহ বিশেষ অতিথি বৃন্দ তিনটি ক্যটাগরিতে মোট ৯জন খামারীদের মাঝে ৩০ হাজার টাকার চেক ও বাকী খামারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button